বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


বেনাপোল প্রতিনিধি॥ অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস শুল্ক কর্মকর্তারা।

রবিবার বিকাল ৩টার সময় সিসিটিভির ফুটেজ দেখে কাস্টমস কর্মকর্তারা ওই পাচারকারীকে ধাওয়া দিলে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতরে থাকা বারোটি মদের বোতল উদ্ধার করেন তারা।

এ বিষয়ে কাস্টমস সুপার (সুপারিন্টেন্ড) মোসাম্মত শারমিন আক্তার জানান, সিসিক্যামেরার মাধ্যমে দেখা যায় অবৈধভাবে জিরো পয়েন্ট থেকে একটি কাল স্কুল ব্যাগ পার হচ্ছে।

তাৎক্ষণিক ভাবে ডিউটিরত অবস্থায় কাস্টমস ইন্সপেক্টর মোছা : জেমি খাতুন এর নেতৃত্বে কাস্টমস ইন্সপেক্টর মেজবা উল হক, সজিব হোসেন ও নজরুল ইসলাম ধাওয়া দিলে মদ বহনকারী ব্যক্তিটি একটি স্কুল ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় ওই স্কুল ব্যাগ থেকে অবৈধভাবে ভারত থেকে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা। উদ্ধারকৃত মদ কাস্টমস এর ট্রেজারী শাখায় জমা দেওয়া হবে।



Source link

IT Amadersomaj