বেহাল দশায় আত্রাই উপজেলা পোস্ট অফিস

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


কামাল উদ্দিন টগর, নওগাঁ : কিছুদিন আগের কথা, প্রিয়জন কিংবা পরিচিতজনের একটি চিঠি পাওয়ার অপেক্ষায় এক সময় অনেকেরই যাতায়াত ছিল পোস্ট অফিসে। চিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নিভর যোগ্য মাধ্যম ছিল এই পোস্ট অফিস। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিয়ের সুবাধে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন অনেকটাই কমেছে।তবে এখনো জীবন বীম,সঞ্চয়পত্রে টাকা জামানত রাখা কিংবা জরুরী কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসের গুরুত্ব অপরিহায্য।এসব কারণে এখনো অনেক গ্রাহক প্রতিদিন উপজেলা ও জেলা পর্যায়ের পোস্ট অফিসগুলোতে আসেন তাদের কাঙ্খিত সেবা পেতে। অথচ এই পোস্ট গুলে বর্তমানে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। তেমনি একটি জরাজীর্ণ বেহাল দশার পোস্ট অফিস নওগাঁ জেলার আত্রাই উপজেলা(আহসানগঞ্জ)পোস্ট অফিসটি। মঙ্গলবার সকালে আত্রাই উপজেলা(আহসানগঞ্জ)পোস্ট অফিসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, অফিসের সামনের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পরছে। অফিসটির প্রধান গেটটিও নড়বড়ে। অফিসের ভিতরের এবং বাহিরে সমস্ত ছাদের প্যালাষ্টার খুলে পরেছে এবং ছাদ নির্মাণের যে রডগুলো ব্যবহার করা হয়েছে পলেষ্টারখুলে পড়ে সে গুলো সব দেখা যাচ্ছে,বারান্দায় বৃষ্টি পানি পরে রডগুলোতে জং ধরেছে। উপজেলা পোস্ট অফিসটি(আহসসানগঞ্জ) সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীঘদিন সংস্কারের অভাবে ভবনটির গায়ে শ্যাওলা পড়ে গেছে।অফিসের ভিতরে গিয়ে ভবনটির জীণদশা দেখলে যে কেউ আতকে উঠবে। ছাদের অধিকাংশ স্থানে প্যালেষ্টা নেই বললেই চলে। ভিতর থেকে ছাদের দিকে তাকালে মরিচা ধরা লোহার রডগুলো চোখে পড়বে। বৃষ্টির সময়ে ভবনটির বিভিন্ন স্থানজুড়ে ছাদ চুইয়ে পানি পড়ে।এর ভিতর ভয় আর আতংক নিয়ে অফিসিয়াল কাজ-কর্ম চালাচ্ছে এখানকার ককর্তা-কমচারিরা। যে কোন মহুত্বে ভবনটি ধসে দূঘটনা ঘটতে পরে প্রাণহানিসহ বড় কোন দীঘটনা ঘটতে পাবে বলে সেবা গ্রাহদের অভিমত। এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্তআত্রাই উপজেলা( আহসানগঞ্জ) পোস্ট মাষ্টার মোঃ জহির উদ্দিন মন্ডল বলেন, অনেক দিন ধরে উপজেলা পোস্ট অফিসটি(আহসানগঞ্জ)জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আর এর মধ্যে ও আমরা জীবনের ঝুকি নিয়ে গ্রাহকদের সেবা দিচ্ছি। পোস্ট অফিসটি সংস্কার করা খুবই গুরুত্বপূণ হয়ে উঠেছে। ভবনটির সংস্কারের জন্য পোস্ট অফিসের উর্দ্ধতন কমকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

IT Amadersomaj