মাকাল ফলের মত মানুষ

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

মাকাল ফল গুনহীন মানুষের বাহিরের সৌন্দর্য বুঝাতে আমরা এই নামটি ব্যবহার করি ।নিচের এই ছবিটি মাকাল ফলের ।
“মাকাল ফল ” গ্রামের ভাষায় বলে তিতোক্লা। এটি গ্রামের জঙ্গলের আগাছায় ধরে। দেখতে উপরটা কত সুন্দর, টকটকে লাল, গায়ে একটা দাগও নেই। অথচ ভিতরটা দেখলে শরীরে কাটা দিয়ে ওঠে।ভিতরটা পঁচা এই ফলটা এতটাই তিক্ত, দুর্গন্ধযুক্ত ও কুৎসিত যেকোন পশুপাখি এটা খেতে পারেনা ।

এই মাকাল ফলের মত ঠিক আমাদের চারপাশে ও এমন কিছু মানুষ আছে, এরা দেখতে ভিষন সুন্দর কিন্তু ভিতরটা কলুষিত এ সমস্ত মানুষ দ্বারা কেহ কোন উপকার পায়না । এই মাকাল ফলের মত মানুষগুলো উপরটা দেখতে একেবারে সরল ও পরিশুদ্ধ। যেন একেবারে ধোয়া তুলসি পাতা। এদের মত ভালো মানুষ দুনিয়াতে আর দু’ টি নেই।নিঃস্পাপ মুখ দেখে বুঝার উপায় নেই ।

অথচ এদের ভেতরটা একেবারে অসুন্দর, কুৎসিত, কুরুচিপূর্ণ ও বিষাক্ত। আপনাকে তারা তাদের চেহারার ভালমানুষি দিয়ে আকর্ষন করলেও পরে টের পাবেন এদের ক্ষতিকারক দিক ।

~মাসুমা ইসলাম নদী ।

IT Amadersomaj