মুজিবনগরে দুই বিঘা কলা গাছ কেটে ধংস, কৃষকের মাথায় হাত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মেহেরপুর অফিস॥ মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর দর্গাতলা মাঠে সদর উপজেলার টেংরামারী গ্রামের মৃত ফকির মহাম্মদ বিশ্বাস এর ছেলে জোয়াদ আলীর ২ বিঘা জমির কলা গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্রারা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ সমস্ত কলাগাছ কেটে দেওয়া হয়েছে এবং এতে তার ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান চাষী জোয়াদ আলী বলেন আমি নিঃস্ব হয়ে গেছি।

তিনি জানান উক্ত জমি নিয়ে উপজেলার বাবুপুর গ্রামের মৃত ছয়রদ্দীন এর ছেলে আজাদ, মোনাজাত, আজগর আলী, কামাল হোসেন, তাহাজ আলীদের সাথে বিরোধ আছে তারাই আমার কলা গাছ গুলো কেটে আমাকে ক্ষতিগ্রস্ত করে আমার জমি জোর পুর্বক দখল করতে চাই।

গত কয়েকদিন আগে ওই জমির ১০/১২ টি কলাগাছ কেটে দেয় তারা এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আজকে মুজিবনগর থানায় বসার কথা ছিল বলে তিনি জানান।

কলা গাছ কাটার বিষয়ে পরিবারের সবার সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

দুই বিঘা জমির কলাগাছ কেটে তো তছরুপ করার বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, জমি নিয়ে জোয়াদ আলীর সাথে তাদের বিরোধ চলছে এবং এই জমি আমাদের। কোন কাগজপত্র না থাকার পরেও জোয়াদ আলী জোরপূর্বক জমি দখল করে আছে কিন্তু আমরা এত পাষন্ড নয় যে আমরা একটা ফলন্ত ফসল কেটে দেব। এ কলা গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানিনা আমাদের নামে জোয়াদ আলী যে অভিযোগ দিয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, দুই বিঘা জমির কলা গাছ কাটার বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

IT Amadersomaj