মেহেরপুরে প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ : তুলে ধরলেন স্মার্ট বাংলাদেশ ভাবনা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মেহেরপুর অফিস॥ মেহেরপুর -১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা,  জননেতা প্রফেসর আবদুল মান্নান বুধবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। তিনি বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা ও বাজিতপুর যান। সেখানে বাজিতপুরে মাগরিবের নামাজ আদায় করেন গ্রামবাসীর সাথে। নামাজ আদায় শেষে মুসিল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন।

সেখান থেকে পরবর্তীতে কুতুবপুর ইউনিয়নের উদ্দশ্য র‌ওনা হয়ে রুদ্রনগর , শৌলমারী , শুভরাজপুরে বিভিন্ন স্থানে গণসংযোগসহ এলাকায় মানুষের সাথে সাক্ষাত করেন।

এ সময় তিনি উপস্থিতি জনতার মাঝে আ.লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সুফল তুলে ধরেন এবং এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে এবং কোন প্রকার গুজবে ও যেন বিভ্রান্ত না হোন সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রীর ভাবনা  স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে পাশে থাকারও আহ্বান জানান।

এই সময় মোঃ খালেদজ্জুমান খান ডালিম- যুগ্ম সাধারণ সম্পাদক(সাবেক) জেলা ছাত্রলীগ মেহেরপুর, মির্জা গালিব উজ্জ্বল- সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি , সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দলন, মোঃ সাজেদুর রহমান সাজু – সভাপতি , থানা শ্রমিকলীগ, মেহেরপুর, মোঃ মিরাজুল ইসলাম- সদস্য, শহর আওয়ামীলীগ , মেহেরপুর, আসাদুজ্জামান আসাদ, আবু তালহা বীণ হাবিব জুয়েল, শেরেফুল ইসলাম, বাচ্চু মিয়া, শেখ কয়াসার হামিদ বুলবুল, আনোয়ার হোসেন রাজু, রবিউল ইসলাম, , মিনহাজুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্বাস উদ্দীন, খোকন, আমিনুল সহ অনেকেই এই সময় গণসংযোগে উপস্থিত ছিলেন।

IT Amadersomaj