মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা নষ্ট

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ল্যাপটপ নষ্ট, মোবাইল নষ্ট,
নষ্ট হয়ে গেছে প্রিয়সীর মন।
থেকে গেলে চারিদিকে,
শুধু শূন্যতা আর বিষণ্ণ কন।

ল্যাপটপের আলো নিভে গেছে,
মোবাইল খুলে না আর।
প্রিয়সীর মনও নষ্ট হয়ে গেছে,
নষ্ট পরিবেশে।

প্রযুক্তির আভাস ছেঁড়ে দিয়ে,
জীবন হয়ে উঠেছে শূন্য।
আর প্রিয়সীর মন মিলিয়ে গেছে,
শূন্যতায় হলো পূর্ণ ।

নষ্ট – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj