মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা সৃষ্টির স্বার্থকতা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


নিজের ভুল সব আগে খুঁজো
অন্যের খোঁজো পরে,
দেখতে পাবে ঘরটা তোমার
আলোয় গেছে ভরে।

পরের সুখে, দুঃখ পেয়ো না
তারিয়ে দাও দূরে;
কণ্ঠ মিলাও তার সাথে সাথে
দুঃখ ভুলো সুরে।

কারো প্রতি ঈর্ষা কভু
স্থান দিয়ো না মনে;
হাসি মুখে বাক বিনিময়
করো সবার সাথে।

দেখো তখন পাবে সুখ
ধরনী সব সুখী;
মিল বন্ধন সৃষ্টি হবে
সৃষ্টির রচন হবে স্বার্থক।

সৃষ্টির স্বার্থকতা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj