মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা ফারজু

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


সবুজ ঘাসের খোলা মাঠে
ঝরে যাওয়া শিউলি ফুলে
লিখি প্রিয় ডাকনাম; ফারজু,
সকালবেলা নরম আলোয়
সাদা তারা’য় চোখ জুড়ানো!

শিউলির পেলব স্পর্শ যেন
নরম ঠোঁটে প্রিয়া’র ছোঁয়া,
হিমের পরশ লাগে যেনো
গরম কাপে প্রেমের ধোঁয়া!

রাত্রি ফুরিয়ে এলো!
নেমে এলো সকাল,
শুষে নেয় সব নিকষ কালো
আজ তবে এটুকুই থাক।

প্রভাতের আলো এলে পাতায়
শিশির গলে নাচে..
পাখি ডাকে কুহু-কুহুরব
এটুকুই থাক আজ তবে।

হৃদয়ে ফুলঝুরি সুরে সুরে
মৃদু বাতাসে পাতার গুঞ্জনে,
প্রণয় জলরোদে আঁকে তোর মুখ
আজ এটুকুই থাক অন্তরে।

ফারজু – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj