মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা আমি নিতান্তই সাধারণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ৭ মাস আগে


ভালোবাসার মতো কোনো মহান ব্যাক্তি আমি নই,
আমি নিতান্তই সাধারণ মানুষ,
হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে
কত ছোট ছোট আশা-নিরাশা।

ভালোবাসার কবিতা লিখতে বসি,
কিন্তু কলমের ডগায়
শব্দগুলো থেমে যায়,
অপূর্ণ থেকে যায় ভাবনা।

ভালোবাসার গান গাইতে চাই,
কিন্তু সুর বের হয় না,
গলায় আটকে থাকে
অশ্রুজলের টুকরো।

ভালোবাসার রঙে আঁকতে চাই,
কিন্তু রঙের টিউবে
শুধুই আছে
অন্ধকারের কালো।

ভালোবাসার স্বপ্ন দেখতে চাই,
কিন্তু ঘুম ভাঙে
বাস্তবতার তিক্ত স্পর্শে।

ভালোবাসার মতো কোনো মহান ব্যাক্তি আমি নই,
আমি নিতান্তই সাধারণ মানুষ,
হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে
কত ছোট ছোট আশা-নিরাশা।

তবুও ভালোবাসি,
হৃদয়ের সবটুকু দিয়ে,
নিঃস্বার্থভাবে,
শুধু একটু ভালোবাসার আশায়।

হয়তো ভালোবাসার
মহান ব্যাক্তি হতে পারব না,
কিন্তু ভালোবাসার
একটি ছোট্ট আলো
হয়ে জ্বলতে পারব,
অন্যের হৃদয়ের আকাশে।

আমি নিতান্তই সাধারণ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
১৮ ই ফেব্রুয়ারি, বারিধারা ঢাকা -১২১২।

IT Amadersomaj