মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা খোলা জানালা দক্ষিণা বাতাসে

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


খোলা জানালা দক্ষিণা বাতাসে,
পর্দা উড়ে এলো ঘরে,
হালকা আলো স্পর্শ করে গেল,
ঘুমন্ত মুখের কোণে।

দূরের গান ভেসে আসে,
কাকের ডাক শোনা যায়,
আকাশে মেঘের খেলা,
বিকেলের আলো ঝরে।

মনে পড়ে সেদিনের কথা,
তোমার হাসি ভরা মুখ,
আমাদের প্রেমের গান,
সেই অপূর্ণ সুখ।

এখন তুমি কোথায়,
কোন দূর দেশে,
ভুলে গেছো কি আমায়,
এই একাকী বেদনায়?

খোলা জানালা দক্ষিণা বাতাসে,
হৃদয় ভরে ওঠে আশায়,
তুমি ফিরে আসবে হয়তো,
এই একই পথে।

খোলা জানালা দক্ষিণা বাতাসে – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj