যশোর কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিক সংঘর্ষ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ সুজনযশোর কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিক সংঘর্ষকে কেন্দ্র করে আতংকে টার্মিনাল থেকে ছেড়ে সাময়িক বন্ধ ছিল যশোর-বেনাপোল-সাতক্ষীরা রুটের বাসসহ অন্যান্য রুটের আংশিক বাসগুলো।

জানা যায়, মঙ্গলবার (০৮-০৮-২০২৩) আনুমানিক  সকাল ৯:৪৫ ঘটিকায়, যশোর কোতোয়ালি থানাধীন শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে, বেনাপোল থেকে আগত বাস যার রেজিস্ট্রেশন নাম্বার ১৫-১১৮১ এর গাড়ির ড্রাইভার মুন্না (৪৫) কে সাতক্ষীরা গামী বাস যার রেজিস্ট্রেশন নাম্বার যশোর ১১-০০১০২ এর বাসের ড্রাইভার, ১। লিওন (৪০) এর মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে করে সাতক্ষীরা গামী বাস এর বাসের ড্রাইভার লিওনসহ স্থানীয় শ্রমিকেরা বেনাপোল থেকে আগত বাসের ড্রাইভার মুন্নাকে বেধরক পেটায়। এতে করে মুন্না মাথায় আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে, শ্রমিকরা বেনাপোল লাইন এবং অন্যান্য লাইনের শ্রমিকরা একজোট হয়ে বাস সাময়িকভাবে বন্ধ করে দেয়।

পরবর্তীতে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন উভয়পক্ষের শ্রমিকদের নিয়ে মিলিত হয়ে বিষয়টি সমাধান করেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের অভিযোগ বেনাপোল রুটের শ্রমিকদের বেপরোয়া আচরণে অতিষ্ঠ যাত্রী সাধারণ থেকে শুরু করে অন্যান্য রুটের শ্রমিকরা পর্যন্ত। যাত্রীদের সাথে অসদআচরনে অতিষ্ঠ ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে প্রতিকার চেয়েও পাইনি।



Source link

IT Amadersomaj