যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ১০ পিস স্বর্ণের বার সহ গ্রেফতার ১

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


যশোর অফিস : যশোরে ১০ পিস স্বর্ণের বার সহ এক ব্যক্তিকে গ্রেফতার ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১কেজি ১৬৬ গ্রাম, যার বাজার মূল্য ১,০৫,০০০০০ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

যশোর জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার ১৪ নভেম্বর, গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাস, এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একই তারিখ ১৫:০৫ ঘটিকায় মনিরামপুর থানাধীন পৌরসভাস্থ ০৭নং ওয়ার্ডের মোহনপুর সাকিনস্থ রাজারহাট টু চুকনগরগামী মহাসড়ক সংলগ্ন বাধাঘাটা শ্মশান এর সামনে পাকা রাস্তার উপর হতে আন্তর্জাতিক চোরাকারবারি (১) জাহিদুর রহমান পিন্টু (৪৮) কে ১০ পিস স্বর্ণের বার, ওজন ০১কেজি ১৬৬ গ্রাম, মূল্য অনুমান ১,০৫,০০০০০/= (এক কোটি পাঁচ লক্ষ) টাকা উদ্ধারসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী জাহিদুর রহমান পিন্টু (৪৮) এর পিতা-নুরুল ইসলাম, গ্রাম- চারিগ্রাম, থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ।

এ সংক্রান্ত মনিরামপুর থানার মামলা নং-০৭, তাং-১৪/১১/২৩ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি এর ১(এ) রুজু হয়েছে।



Source link

IT Amadersomaj