যশোরের বাঘারপাড়ার সেই ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


যশোর প্রতিনিধি॥ যশোরের বাঘারপাড়ার আলোচিত ‘ডক্টরস ক্লিনিকের’ মালিকসহ ৫ জনের বিরুদ্ধে এবার উল্টো মামলা করল হয়রানিমূলক বানোয়াট ও মিথ্যা মামলার আসামীরা। অদ্য ২৫শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এর আগে গত ১২ই এপ্রিল দুপুরে যশোরের নারকেল বাড়িয়া ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় ক্লিনিকটি সিলগালা করেন সিভিল সার্জন যশোরের একটি টিম।  এই সংবাদ বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট পত্রিকা ও অনলাইনে প্রকাশ করায় প্রকাশ করায়, ক্ষিপ্ত হয়ে ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন ওই ক্লিনিকের সামনে আতংকিত ভাবে সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় খুন,গুমের হুমকি দেন। পরবর্তীতে নিজেকে বাঁচাতে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবারে যশোরের আদালতে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান। উক্ত মিথ্যা চাঁদাবাজি মামলায় এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন (নাসিম)কে প্রধান আসামি করে পাঁচ সাংবাদিকের নামে তিনি একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে যশোর সি আই ডিতে তদন্তাধীন।

এদিকে ঈদে আদালত ছুটি থাকায় ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে স্বেচ্ছায় আঘাত, অবৈধ ভাবে বাঁধাদান, মেরে ফেলার হুমকী ও ভয় দেখিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, চুরির দায়ে পেনাল কোড ১৪৩\৩২৩\৩৪১\৩৮৫\৩৮৬\৩৮৭\৩৭৯ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, (১)ডাঃ জামিউল হাসান সেতু (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান।

আদালত উক্ত মামলাটি আমলে নিয়ে যশোর সিআইডিতে হস্তান্তর ককরেছেন।

উল্লেখ্য ডক্টরস ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন ওই ক্লিনিকের সামনে আতংকিত ভাবে সাংবাদিকদের উপর হামলা এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির পক্ষ হতে ২৭ এপ্রিল রাজশাহী বিভাগ ও পরবর্তিতে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসুচি পালন করা হবে বলে জানিয়েছে।

IT Amadersomaj