Hello World!
কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালোই আছেন। যারা Ai এর ব্যবহার সম্পর্কে জানেন বা প্রায়ই ব্যবহার করেন তাদের আজকের পোস্টটা কাজে দিবে বলে আশা করছি।
এই পোস্টে আমরা জানবো কিভাবে যেকোনো Png/Jpg ইত্যাদি Format এর ছবিকে Offline এ Upscale করে resolution বাড়ানো যায়।
বেশিরভাগ Ai Upscale Apps/Website ই Online এবং Subscription Based.
কিন্তু আজ যে App টা আপনাদের সাথে Share করবো সেটা সম্পূর্ণ Offline এবং সম্পূর্ণ Free…
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।
এর জন্যে আমাদের দরকার পড়বে :
(১) একটি Android Device (Mobile/Tablet/Emulator etc)
(২) একটি App যার নাম SuperImage
এবার আসি App টির Features সম্পর্কে এবং সুবিধা অসুবিধা নিয়ে।
Features & সুবিধা এবং কিভাবে কি করবেন :-
(১) শুরুতেই App টিতে ঢুকলে আপনি ছবি select এর এবং upscaling option দেখতে পাবেন।
(২) আপনি যে ছবিটি Upscale করতে চান সেটি select করে দিয়ে দিন।
(৩) এরপর নিচের দিকে দেখতে পাবেন Upscaling Option. এখানে মোট ৫ ধরনের upscaling mode রয়েছে।
👉x4 (fast) – এটি general scene এর জন্যে। খুবই দ্রুত execute হবে কিন্তু details কম থাকবে। যাদের low end device রয়েছে তারা এই method টি ব্যবহার করতে পারেন।
resolution upscale হবে ৪ বার।
👉x4 (quality – generic) – General Scenes এ High Quality Result পাবেন তবে Slow Execution হবে।
resolution upscale হবে ৪ বার।
👉x16 (fast) – এটিও general scene এর জন্যে। খুবই দ্রুত execute হবে কিন্তু details কম থাকবে। যাদের low end device রয়েছে তারা এই method টিও ব্যবহার করতে পারেন।
resolution upscale হবে ১৬ বার।
👉 x16 (quality – generic) – General Scenes এ High Quality Result পাবেন তবে Slow Execution হবে।
resolution upscale হবে ১৬ বার।
👉 x16 (quality – drawing) – এটি Cartoons, Illustrations ইত্যাদির জন্যে fast execution হবে এবং এগুলোর জন্যেই optimised করা।
resolution upscale হবে ১৬ বার।
(৪) এরপর এর পাশেই রয়েছে Jpeg এবং PNG Format এ Save করার option। আপনার যেটা ইচ্ছা সেটাতে save করে নিবেন। তবে recommendation থাকবে png format এ save করার জন্যে।
(৫) এরপর Settings এ গেলে দেখতে পাবেন Theme, Metadata Copy করার option, output filename suffix, background colour যদি transparent হয় আপনার image এর তাহলে সেটি কোন colour এ হওয়া উচিত সেটি select করার choice/option
(৬) এটির একটি desktop/pc version ও রয়েছে।
(৭) তাদের telegram group ও রয়েছে। join করতে পারেন।
অসুবিধা :-
(১) কখনো কখনো upscale করতে অনেক সময় লাগে।
(২) bugs & glitches দেখা যেতে পারে
(৩) slow কাজ করতে পারে।
(৪) incomplete ও হতে পারে।
আসলে আপনার device যতটা ভালো হবে তত ভালো এই App টি আপনার ফোনে run করবে।
App টির কিছু screenshots নিচে দেওয়া হলো :
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
Till Then Stay With TrickBD
THIS IS 4HS4N
PEACE OUT….