রাকিব হত্যাকান্ডের প্রধান আসামি শাওনসহ খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


এনামুল হক ছোটন : ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ টোলপ্লাজা সম্মুখে উমর ফারুকের চায়ের দোকানের সামনে আব্দুর রাজ্জাক রাকিব হত্যাকাণ্ডের প্রধান আসামী ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন আরাফাত শাওনসহ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

রবিবার ( ১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার এর কাছে এসে রাকিব হত্যাকান্ডের প্রধান আসামি শাওনসহ খুনীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাজার হাজার এলাকাবাসী স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি মাধ্যমে জানা যায়, বিগত ১১/১১/২০২৩ তারিখ রাত অনুমানিক ৭:২০ ঘটিকায় কোতুয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ টোলপ্লাজা সম্মুখে উমর ফারুক-এর চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর ০৩টি হায়েচ গাড়ী ও একটি বালুবাহী ট্রাকের সাইট দেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালক ও ০৩টি হায়েচ গাড়ীতে অবস্থানরত ময়মনসিংহ শহরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন আরাফাত শাওনের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল ট্রাক ড্রাইভারকে মারধর শুরু করলে চর কালীবাড়ী কোতুয়ালী ময়মনসিংহের মৃত উসমান গণির পুত্র আঃ রাজ্জাক রাকিব ও অত্র এলাকার বেশকিছু ব্যক্তিবর্গ ট্রাক ড্রাইভারকে উক্ত সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে গেলে শীর্ষ সন্ত্রাসী শাওনসহ তার সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয় ও বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। ঘটনাটি সংগঠিত হওয়ার সাথে সাথে সি.সি ক্যামেরা ফোটেজে আসামীদের চিহ্নিত করা হয়। মুহূর্তেই এই ফোটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সে রাতেই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয়। বিগত ১২/১১/২০২৩ তারিখে আসামীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রজু করা হয়েছে।

কোতুয়ালী মডেল থানা- মামলা নং-২৮, তারিখ ১২/১১/২০২৩ ইং। ইতিমধ্যে আইন-শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী ৯ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ কোর্টে প্রেরণ করেছেন, অন্যরা ফেরারী। অনতিবিলম্বে ফেরারী আসামীদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

এজাহারে উল্লেখিত আসামীরা ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী। শীর্ষ সন্ত্রাসী শাওন ও তার বাহিনীর বিরুদ্ধে রয়েছে অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজী ও সন্ত্রাসী সহ ১৪টির উপরে মামলা যা ইতিমধ্যে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে, কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় স্বল্প সময়ে এরা জেল থেকে বের হয়ে এসে পূর্বের ন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়। পূর্বে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আজ রাকিবের হত্যা সংগঠিত হতো না। পাশাপাশি ময়মনসিংহ থেকে সন্ত্রাস নির্মূল করা সম্ভব হতো।

অতএব, আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ দ্রুত সময়ে সকল আসামীকে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে শাওন আতঙ্ক ও তার বাহিনীর অত্যাচার-নিপীড়ন থেকে ময়মনসিংহবাসীকে মুক্তি দিন।

স্মারক লিপি প্রদান শেষে উপস্থিত এলাকাবাসী উদ্দেশ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাকিব এর চাচা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক সাগর। এ সময় তিনি জানান, অচিরেই দ্রুত বিচারের মাধ্যমে রাকিব হত্যাকান্ডের প্রধান আসামি শাওনসহ খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।

IT Amadersomaj