রাঙ্গাবালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি,পটুয়াখালী॥মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন খানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ দণ্ড প্রদান করেন। পরে তাকে রোববার সকালে রাঙ্গাবালী থানার মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সালেক মূহিদ জানান, চর মোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে এমন অভিযোগ আমাদের কাছে আসে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এসময় খান মেডিকেল হলের মালিক মোশাররফ খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে ওই রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর রোববার সকালে কারাগারে প্রেরন করা হয়।

IT Amadersomaj