রাণীনগরে দক্ষতা বৃদ্ধির জন্য আশ্রয়নবাসীদের প্রশিক্ষণ 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে আশ্রয়ণ প্রকল্প-২“(দারিদ্র বিমোচন ও পুনর্বাসন)” শীর্ষক প্রকল্পের আওতায় পারিবারিক হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, গাভী পালন, গরু মোটাতাজাকরণ ও বসত বাড়ীতে শাক-সব্জি চাষ, ০৫টি ট্রেডে দক্ষতা বৃদ্ধির জন্য ১০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক রাণীনগর শাখার ব্যবস্থাপক ইমান হোসেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ন প্রকল্পের ১৭৩জন বাসিন্দা অংশগ্রহণ করছে।

IT Amadersomaj