রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২৭ মে) ১৩ জ্যৈষ্ঠ বাংলা ১৪৩০ বঙ্গাব্দ সন্ধ্যায় পৌর শহরে ডিগ্রি কলেজ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ষড়জ শিল্পীগুষ্টি মনোঙ্গ- সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ষড়জ শিল্পীগুষ্টি সভাপতি ও প্রভাষক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন ঠাকুরগাঁও -৩ আসনের এমপি হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক গবেষক ও বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.মাসুদুল হক, বিশেষ অতিথি বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি শদ্বশর বাবুল চৌধুরী, লেখক কবি সাহিত্যিক ও প্রেসক্লাব পুরাতনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, জাপা যুগ্ম আহবায়ক ঠিকাদার আবু তাহের প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নজরুলের জীবন কাহিনি নিয়ে বিভিন্ন দিক নিদর্শনা বক্তব্য রাখেন। শেষে কবিতা আবৃত্তি এবং সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা প্রশান্ত বসাক।

IT Amadersomaj