রাণীশংকৈলে ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের যাচাই বাছাই 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ‘ডি’ শ্রেণিভুক্ত (১%-১৯% পঙ্গুত্বধারী) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের যাচাই বাছাই কার্যক্রম শনিবার (৩ জুন) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনে আয়োজনে যাচাই বাছাই কার্যক্রমে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ও যাচাই বাছাই কমিটির সভাপতি এসএম মাহাবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্টের ডিজিএম (এডমিন) ফয়েজ আহম্মেদ খান, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, কল্যাণ ট্রাস্টের হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, থানা পুলিশ পরিদর্শক মহসিন আলী, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেখ মোঃ আব্দুল জব্বার, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বিদেশী চন্দ্র রায় ও আনসারুল হক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে গেজেট প্রত্যাশীদের মোট ১৫ টি আবেদন স্বাক্ষ্য-প্রমাণ ও মৌখিক সাক্ষাতকারের মাধ্যম যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

IT Amadersomaj