রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের অনুকূল সংবাদ প্রকাশের জন্য মতবিনিময় সভা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (২৩ সেপ্টেম্বর) দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(২৩সেপ্টেম্বর) রাণীশংকৈল ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের উপজেলা অফিস সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, প্রেমদীপ প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কো অর্ডিনেটর মোস্তাকুর রহমান। সভাপতি তার বক্তব্যে দলিতও আদিবাসীদের জীবন মান উন্নয়ন সম্পর্কে সাংবাদিকদের প্রচার প্রচারনা করার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপকারভোগী আরতি পাহান, কান্ত পাহান, স্বপ্না রাণী, মানিক বাসফোরসহ উপজেলার বিভিন্ন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন। সভায় পিছিয়ে পরা ওইসব ক্ষুদ্রনৃগোষ্ঠীকে মূল ধারায় ফিরিয়ে আনার ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম।

IT Amadersomaj