রাণীশংকৈলে শেখ রাসেল দিবস পালিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১৮ অক্টোবর যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। এইসাথে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম নেজামুল ইসলাম, ও থানার ওসির প্রতিনিধি এস আই ফণিভূষণ রায়, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সেলিমা বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক-ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শেখ রাসেলের জীবনীর উপর বিভিন্ন বক্তব্য দেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

IT Amadersomaj