লোকের ভয়ে আমরা বাঁচি

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

এই দুনিয়ায় নিরানব্বই ভাগ মানুষ বাঁচে মানুষ কি বলবে তার ভয় নিয়ে আর এক ভাগ লোক নিজের মত করে বাঁচে ।লোকে কি বলবে সে ভয় যদি না থাকতো জীবনটা ভীষণ সুন্দর হতো ।মানুষ গুলো নিজের মত করে দম নিয়ে বাঁচতো।

কাটার মত গলায় আটঁকে পরের খুশির জন্য ক্যারিয়ার চুজ করতে হতো না । এমন অনেক সম্পর্ক আমরা বয়ে বেড়াই যা ছেড়ে গেলেই মঙ্গল নিজের জন্য শুধু লোকের ভয়ে মুখ বুঝে নিজে সেক্রিফাইজ করে জীবন যাপন করি ।

শুধু লোকে কি বলবে এই ভয়ে কত বাবা মা তার ছেলে মেয়েদের চাপ দিয়ে পড়াশুনা করায় , ডাঃ, বড় বিসিএস ক্যাডার , কিংবা সরকারী আমলা বানানোর পায়তারায় ।কত বাবা মা তার বিবাহ যোগ্য মেয়েদের তারাতাড়ি বিয়ে দেয় ছেলে মেয়ে কি চায় ? সেটা না ভেবে , লোক কি বলবে সে ভয়ে । কত বাবা মা তার ছেলে মেয়েরা অসুখী জেনেও সংসার ভাঙ্গতে দেয় না ডিভোর্সী হলে লোকে কি বলবে সে ভেবে ।

কত স্ত্রী নির্যাতিত হয় কিন্তু সংসার ভাঙ্গতে সাহস পায়না লোকে কি বলবে । কত স্বামী তার নিজের মন মত জীবন যাপন করে না ডিভোর্স নিলে মানুষ কি বলবে । কত বেকার ছেলেকে মা বাবা তিরস্কার করে লোকের কথায় ।

অথচ এই লোক গুলো কারা ? যারা আপনাকে জাজমেন্ট করে তীব্র সমালোচনায় । এই লোক গুলো কারা ? আপনি প্রচন্ড অভাবে থাকলে যারা এক থালা ভাত নিয়ে আসবে না তারা ? যারা আপনার যন্ত্রনা, দুঃখ , কষ্ট কিছুই কখনো বুঝে না তারা?

হা তারা সমাজের লোক । যারা পরের দিকে চারটা আঙ্গুল তুলে সমালোচনা করতে ভালোবাসে ।অথচ আমারা তারা কি বলবে সে ভয়ে বাঁচি ।

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj