‘সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন প্রফেসর আব্দুল মান্নান

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


প্রেস বিজ্ঞপ্তি: ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতার ৫৩ বছর ও বিজয়ের ৫২ বছরে সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন না হওয়াটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার ও হতাশার। স্বাধীনতার ৫৩ বছরে আজ ও আমরা জাতীয় গুরুত্বপূর্ণ দুটি দিবস ২৬ শে মার্চ ও ১৬ই ডিসেম্বর বিক্ষিপ্ত আকারে কোথাও ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে, কোথাও নিজস্ব চিন্তায় নির্মিত বিজয় স্তম্ভে দিবসটি স্মরণ করি। এতে আগামী প্রজন্ম ভুলে যাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।

আমাদের একটাই দাবি, প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে রেখে প্রতিটি সময় বেড়া ওঠা হোক। দেশপ্রেমিক হয়ে সেই লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এর আদলে প্রতিটি জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাস্ট্রিক স্থাপনায় নির্মিত হোক স্মৃতিসৌধ এমনটাই চাওয়া থেকে সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র কেন্দ্রীয় সিদ্ধান্ত ও প্রস্তাবনা মোতাবেক ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুথান ও ৭১ এর স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, রাস্ট্রিক ব্যাক্তিত্ব, চ্যানেল আইয়ে জনপ্রিয় তৃতীয় মাত্রার নিয়মিত আলোচক, সাবেক দুই বারের সাংসদ , বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, রাজনৈতিক ব্যাক্তিত্ব প্রফেসর আব্দুল মান্নান সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হতে সানন্দে রাজি হয়েছেন।

আমরা স্যারের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি এবং স্যারের হাত ধরে ১৮ কোটি মানুষের চাওয়া পূরণ হোক, সংরক্ষিত হোক মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিষ্ঠিত হোক দেশের সর্বস্তরে স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধে আদলে স্মৃতিসৌধ।

IT Amadersomaj