সাতক্ষীরা জেলার চৌকস অফিসারের সম্মামনা পেলেন সৈয়দ আজিমুজ্জামান 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ আকিবুজ্জামিন, বিশেষ প্রতিবেদক॥ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার সহকারি সাব-ইন্সপেক্টর সৈয়দ আজিমুজ্জামান। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় কর্মরত আছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ ২০২৩ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছেন সহকারি সাব-ইন্সপেক্টর এএসআই (নিঃ) জনাব সৈয়দ আজিমুজ্জামান।

সোমবার (২৯ শে মে) সাতক্ষীরা পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাসব্যাপী সাফল্যপূর্ন কাজের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হন সহকারি সাব-ইন্সপেক্টর সৈয়দ আজিমুজ্জামান।

এ সময় তাকে সম্মামনা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সাতক্ষীরার জেলার পুলিশ সুপার জানাব কাজী মনিরুজ্জামান।

চৌকস অফিসারের সম্মামনা পেয়ে জনাব সৈয়দ আজিমুজ্জামান তার অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সকালকে বলেন, আমার কাজের অবদানের স্বীকৃতিস্বরুপ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে সম্মাননা গ্রহণ করাতে পেরে খুবই আনন্দিত, দোয়া করবেন দেশ ও জাতির কল্যাণে অর্পিত দ্বায়িক্ত যথাযথভাবে পালন করতে পারি।

IT Amadersomaj