সিকিম থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানির রং বদল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


মোঃ আনোয়ার হোসেন : গত ৪ অক্টোবর সিকিম থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি নীলাভ থেকে সেই পানি ঘোলা ও কাঁদামাখা রূপ নিয়েছে। এতে পলি জমে ভরাট হচ্ছে তিস্তা নদী। পুনরায় বন্যা এলে অতি সহজে তিস্তা উপচে যাবে। যা বাংলাদেশের ফসলি জমির জন্য বড় ক্ষতি সৃস্টি করতে পারে।

তিস্তাপাড়ের বাইশপুকুর এলাকার প্রবীন ব্যাক্তি নুরুল ইসলামের সহিত এবিষয়ে কথা হলে তিনি জানালেন ১৯৬৮ সালের ৪ অক্টোবর উজান থেকে একটি বড় ঢল নেমে এসেছিল। তখনও কাঁদামাখা ঘোলা পানির রূপ নেয় তিস্তা। দীর্ঘ ৫৫ বছর পর ২০২৩ সালের ৪ অক্টোবর একই ভাবে ঢল নেমে এলো তিস্তায়।

চরখড়িবাড়ীর আঃ ছালাম জানান তিনি অনেক বন্যা দে্খেছেন, কিন্তু এ রকম কাঁদা পলি মাটির মিশ্রিত ধুসর বন্যা দেখেন নাই। নদীর গভীরতা কমে এসেছে। সামান্য বন্যা হলেই নদী পারের আবাদীয় ফসলের ব্যাপক ক্ষতি হবে।

তবে কবে নাগাদ তিস্তা তার আগের নীলাভ জলে ফিরবে তিস্তা অববাহিকার বসবাসকারীদের সেই প্রতিক্ষায় থাকতে হবে।

IT Amadersomaj