সিরাজগঞ্জ ৩ আসনে নৌকার কান্ডারী হতে চান কৃষকলীগ সহ সভাপতি সুইট

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মো: মাহবুবুর রহমান সিরাজগঞ্জ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনে নৌকার কান্ডারী হতে চান কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করতে চান এই নেতা।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এমপি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এই লক্ষ্যে তিনি (রায়গঞ্জ-তাড়াশ) এর বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।

এছাড়াও শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ হবে একটি র্স্মাট দেশ ও গ্রামকে শহরে পরিণত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী এই নেতা সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন তিনি।

তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় অবহেলিত (রায়গঞ্জ-তাড়াশ) আসনকে একটি আধুনিক র্স্মাট সংসদীয় আসনে পরিনত করতে চান।

জানা যায়, জাতীয় সংসদ সদস্য হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই ত্যাগী নেতা রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসাবে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের কর্মী হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

এমপি প্রার্থী হিসাবে নৌকা প্রতীক প্রত্যাশী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট এ প্রতিবেদককে বলেন, ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজপথেই আছেন। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ ও বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করতে চান।

সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায় ও বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর বলে জানান।

এ ছাড়াও অবহেলিত রায়গঞ্জ ও তাড়াশবাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে রায়গঞ্জ-তাড়াশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চান তিনি। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন।

IT Amadersomaj