সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁশে এমপি আজিজ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ মাহবু বুর রহমান, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের তাড়াশে চুলার আগুনে পাঁচটি পরিবারের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে পরিবারের নগদ টাকা, ফ্রিজ,টেলিভিশন ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার, ১৩জুন/২৩ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর সদরের দাশপাড়া মহল্লায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌর সদরের দাসপাড়ার উজ্জল কুমারের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ করে আগুনের উৎপত্তি ঘটে। এ সময় প্রতিবেশি স্বপন, চৈতন্য, লিটন ও নিরেন সরকারের ঘরেও আগুন ছড়িয়ে পরে। এতে মুর্হুতের মধ্যে তাদের বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে যায়। পড়নের পোশাক ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কিছু অবশিষ্ট নেই বলে তারা জানান।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট এ সময় স্থানীয়দের পাশাপাশি তারা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্হলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

তাড়াশ থানার ওসি মো: শহিদুল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আগুনে পাঁচটি পরিবারের মালামাল পুড়ে শেষ হয়ে গিয়েছে, তাদের কিছুই অবশিষ্ট নেই বলে তিনি জানান।

খবর পেয়ে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আব্দুল আজিজ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, চিনি, তেল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন।

ঘটনার পর তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখসহ তাড়াশ বাজারের বিভিন্ন পেশাজীবি লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহযোগীতা দিয়েছেন বলে জানা যায়।

IT Amadersomaj