স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন আ.লীগ নেতা আবুল হোসেন পাড়।

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আকিবুজ্জামিন

সাতক্ষিরার নলতায় স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন আ.লীগ নেতা আবুল হোসেন পাড়।

আগামী ২৩শে সেপ্টেম্বর সাতক্ষিরা জেলার কালীগঞ্জ থানার নলতা কলেজ মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আগমন উপলক্ষে নলতা ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক আবুল হোসেন পাড়কে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। এলাকায় খোজ নিয়ে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে নলতা কলেজ মাঠের জনসভাকে সফল করতে গতকাল ৬ নম্বর নলতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক প্রস্তুতি মূলক আলোচনা সভার আয়োজন করেন। এছাড়াও সাধারন সম্পাদক আবুল হোসেন পাড় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের নিয়ে দফায় দফায় প্রস্তুতি সভা করেছেন। স্বরাষ্টমন্ত্রী আগমন উপলক্ষে তিনি কয়েকবার স্পট পরিদর্শন করেছেন বলে জানা গেছে। আসন্ন সংসদ নির্বাচন কে কেন্দ্র করে জামায়াতের ঘাটি হিসাবে পরিচিত সাতক্ষীরা তে গেল এক যুগে বর্তমান সরকার এর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও দীর্ঘ দিন ক্ষমতায় থাকায় সাংগঠনিক কার্যক্রম এ বিরোধী দল গুলোর তুলনায় অনেক এগিয়ে আছে। প্রত্যান্ত গ্রাম এলাকা থেকে অংগ সংগঠন গুলোর দলীয় সক্রিয়তা দেখা যায়। অপরদিকে জামায়াতে ইসলামীর মত সংগঠন গুলোর তেমন উল্লেখ যোগ্য কোনো কার্যক্রম লক্ষ করা যায় নি, বি এন পি অংগ সংগঠন গুলোর কার্যক্রম বেড়ে গত ছয় মাসে, তাদের একাধিক কার্যক্রম গেলো মাস ছয়েক এর ভেতরে। বর্তমান সরকার কে সরিয়ে তত্তাবধায়ক সরকার এর অধিনে সুষ্ট নির্বাচন এর একদফা দাবি তে আন্দোলনে রাজনৈতির মাঠে দেখা মিলছে ২০১৩-২০১৪ সক্রিয় থানা বি এন পির নেতাকর্মী দের। আওয়ামী লীগের ছায়া তলে দীর্ঘ দিন ছিলো তার মধ্যে থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেওয়ার মত ঘটনাও দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগমনে এক বিশাল জনসমাগম ঘটিয়ে আওয়ামী লীগ কর্মীদের একতা ও দলীয় কার্যক্রম আরো সক্রিয় হবে মনোভাব আওয়ামী লীগ নেতা-কর্মীদের। সর্বোপরি নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামী, শিবির এর মত সংগঠন এর সক্রিয় তা বৃদ্ধি, বি এন পি অংগ সংগঠন গুলোর কার্যক্রম আন্দোলন ( বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব নূর এর গন অধিকার পরিষদের কর্মীদের ও দেখা মিলছে সাতক্ষীরা তে। নির্বাচন কেন্দ্রীক সহিংসতার গুন্জন ও সৃষ্ট হয়েছে জনমনে। আইনশৃঙ্খলা বাহিনীর সর্তক অবস্থান লক্ষ্য করা গেছে। নির্বাচন কেন্দ্রিক প্রার্থী দের অবস্থান ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আসবে. . . .

IT Amadersomaj