হত্যা মামলা রহস্য উদঘাটনে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার পেলেন ওসি শাহ কামাল আকন্দ 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এনামুল হক ছোটন : গত পবিত্র ঈদুল ফিতরের দিন ময়মনসিংহ জেলায় সংঘটিত চাঞ্চল্যকর দুটি খুনের ( একটি অটো চালক ও একটি রিক্সা চালক) ঘটনার রহস্য উদঘাটন সহ ৩ জন সিরিয়াল কিলার গ্রেফতার করায় ময়মনসিংহ জেলা পুলিশকে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার দেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতরের দিন ময়মনসিংহ জেলায় সংঘটিত চাঞ্চল্যকর দুটি খুনের ( একটি অটো চালক ও একটি রিক্সা চালক) ঘটনার রহস্য উদঘাটন সহ ৩ জন সিরিয়াল কিলার গ্রেফতার করায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) কে অর্থ পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা। এছাড়াও ময়মনসিংহ জেলায় আবারও শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলেন কোতোয়ালী মডেল থানা। জুন /২০২৩ মাসে অভিন্ন মানদন্ডে সফলতায় শ্রেষ্ঠ থানার পুরস্কার ওসি শাহ্ কামাল আকন্দের হাতে তুলে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশনায় সর্বদাই অগ্রনী ভূমিকা পালন ও সর্বত্র অভিযান পরিচালনা করে হত্যা মামলা রহস্য উদঘাটন সহ মাদক ও অপরাধ নির্মূল্যে বিশেষ অবদান রেখে আসছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। তিনি মাদক বিক্রেতা-ক্রেতা, সন্ত্রাসী, চুরি-ডাকাতি, খুন-ধর্ষন এর মতো মারাত্মক অপরাধের ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে এ পুরুষ্কার পেয়েছেন। মাদককে সবসময় জিরো টলারেন্স রাখার চেষ্ঠা করেন। তাঁর পরিচালনায় মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বিট পুলিশিং কার্যক্রম সহ পুলিশ বিভাগে বিশেষ অবদান রাখায় উর্ধ্বতন কর্তৃপক্ষ বার বার তাকে এবং কোতোয়ালি মডেল থানাকে শ্রেষ্ঠত্বের সম্মান দিচ্ছেন। এমনকি তিনি সাফল্যের স্বীকৃতি হিসাবে বার বার পেয়ে যাচ্ছেন জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ পদক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি স্যারকে। গত ঈদে দুটি অটো চালক হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য অর্থ পুরস্কার প্রদান করায়।

ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার স্যারকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কোতোয়ালী থানাকে শ্রেষ্ঠ থানার পুরস্কার, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এএসআই পুরস্কার প্রদান করার জন্য।

IT Amadersomaj