৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


ওহীদুল ইসলাম শুভ, বরগুনা পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় সংলগ্ন বিষখালীতে অভিযান চালিয়ে ১ কোটি ৪৩লাখ ৫০ হাজার টাকার ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে এ গুলো পুড়িয়ে ধংস করা হয়।

এর আগে একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জব্দ কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিষখালী নদীতে অভিযান করা হয়। ১ কোটি ৪৩লাখ ৫০ হাজার টাকার ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

IT Amadersomaj