৪০ লাখের বেশি সম্পদ থাকলেই বিবরণী বাধ্যতামূলক

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ডেস্ক রিপোর্ট॥ ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলেই সম্পদ বিবরণী দাখিল বাধ্যতামূলক করে সংসদে পাস হয়েছে নতুন আয়কর বিল। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি প্রস্তাব করলে কণ্ঠভোটে সেটি পাস হয়।

বিলটি পাসের আগে বাছাই কমিটিতে বিলটি পর্যালোচনা ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি হয়। এসময় সরকারি দল ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব গৃহীত হয়।

সংসদকে অর্থমন্ত্রী জানান, রাজস্ব আয় বাড়ানো এবং রিটার্ন জমা সহজ করতে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা কমানোর জন্যই সরকারের এ উদ্যোগ। নতুন বিলে করযোগ্য আয় না থাকলেও বিদেশে গেলে ফ্ল্যাট, জমি, আসবাব, ব্যাংকে আমানতসহ যাবতীয় সম্পদের তথ্য জানানো বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে।

বিলটিতে আরও বলা হয়েছে, কোনো করদাতা যদি তার রিটার্নে বিদেশে থাকা সম্পদ প্রদর্শন না করেন, আর সেই সম্পদের খোঁজ যদি কর কর্মকর্তারা পান এবং ওই সম্পদ অর্জনের উৎস ও অন্যান্য বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে জরিমানা দিতে হবে। বিদেশে থাকা সম্পত্তির ন্যায্য বাজারমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা আদায়ও করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এছাড়াও দেশে অবস্থানরত বিদেশিদের বাংলাদেশে তাদের সম্পদ ও দায় ট্যাক্স রিটার্ন দেখানোর বিধান রাখা হয়েছে বিলে। স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের যদি টিন নম্বর না থাকে, সেক্ষেত্রে পরিবারের করদাতাকে তাদের সম্পদ ও আয়ের বিবরণী দাখিল করতে হবে।

এছাড়া করদাতাদের ট্যাক্স রিটার্নে দেশের ভেতরে ও বাইরে তাদের সম্পদ ও দায়ও উল্লেখ করতে বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, বিলটি এখন যাবে রাষ্ট্রপতির দপ্তরে। রাষ্ট্রপ্রধান এতে সই করলে এটি পরিণত হবে আইনে।

ইন্ডিপিন্ডেট টিভি

IT Amadersomaj