গুরুদাসপুরে বাউল সংগীত সন্ধ্যা  – বাংলাদেশ সকাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago


ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২ নং বিয়াঘাট ইউনিয়ন সুজার মোড়ে শান্তি সংঘ একাডেমির আয়োজনে বাউল সংগীত সন্ধ্যা। ১০/০১/২০২৩ মঙ্গলবার সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বগুড়া, কুষ্টিয়া, চিটাগাং থেকে আগত বাউল সঙ্গীত শিল্পীদের সমন্বয়ে বাৎসরিক এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

২ নং বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজার সভাপতিত্বে সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন গুরু দাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ শাহনওয়াজ আলী মোল্লা প্রমূখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সংগীত সন্ধ্যাকে ঘিরে হরেক রকমের দোকান নাগরদোলা সহ নানান বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। সংগীত সন্ধ্যা উপভোগ করতে ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে মানুষের সমাগম দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই বাউল গানের আসর বসানো হয়েছে।

IT Amadersomaj