দক্ষিণ চব্বিশ পরগনায় জননেতা শওকত মোল্লার শীতকালীন বস্ত্র বিতরণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


কলকাতা থেকে মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং পূর্ব এর ঝোড়োর মোড়ে অতি সাধারণ গরীব মানুষের মধ্যে শীতকালীন বস্তু বিতরণ করেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান বিধায়ক শওকত মোল্লা।

এদিন কয়েক শত গরীব লোকদের মধ্যে শীতকালীন গরম কাপড় জামা এবং বাচ্চাদের শীতকালীন বস্তু এবং মহিলাদের গরম ছাদর বিতরণ করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব ২নাম্বার ব্লকের সহকারী সভাপতি মিরজাফর মোল্লা এবং তৃনমূল দলের অন্যান্য ব্লক এবং পঞ্চায়েত নেতা ও কর্মীরা। এর আগে পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা তার এলাকায় বহু সংখ্যক মানুষের মধ্যে শীতকালীন বস্তু ও গরম পরিধান বিতরণ করেন।

তিনি পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি র অনুপ্রেরণায় এই সমাজ মূলক কাজ করছেন বলে জানান।

IT Amadersomaj