বদলগাছীতে তিন ফসলি জমিতে মাটি কেটে বিক্রি; মোবাইল কোর্টে জরিমানা ইউএনওর 

লেখক: Amadersomaj
প্রকাশ: ৫ মাস আগে


এনামুল কবীর এনাম, (বদলগাছী) নওগাঁ : বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে ডাঙার মাঠের তিন ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে গত ২৭ ডিসেম্বর বিকেল ৫টায়  ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল।

স্হানীয় এলাকাবাসী সুএে জানা গেছে, কনক এলাকার একজন ভুমি দস্যু। মোবাইল কোট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন, বদলগাছী থানা পুলিশের এস আই আব্দুল আলিম।

এ ব‍্যপারে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল সাংবাদিকদের বলেন, মাটি ব‍্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেন।যাহা কৃষি ফসলের জন্য ব্যাপক ক্ষতি।

সঠিক তদন্তের সত্যতার ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকার স্বচেতন মহলের কাছে জানতে চাইলে তিনারা বলেন, আমরা মিঠাপুর ইউনিয়ন ভুমি অফিসে ফোন দিলে তারা কোন পদক্ষেপ গ্রহন করেন না। আজকে আমরা নির্বাহী অফিসারের পদক্ষেপে খুশি হয়েছি।

IT Amadersomaj