মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা শুধু টাকার জন্য

লেখক: Amadersomaj
প্রকাশ: ৫ মাস আগে


টাকার জন্য কত ছেলে বিক্রি করে দিলো,
সকালের ঘুম, বিকেলের ক্রিকেট-ফুটবল আর সন্ধ্যার আড্ডা।

মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকার সুখ,
বন্ধুদের সাথে খেলাধুলার আনন্দ,
আড্ডায় আড্ডায় গল্প করার সেই মজা,
সব বিকিয়ে দিলো টাকার জন্য।

শুধু টাকার জন্য,
মানুষ হারিয়ে ফেলেছে মানুষের ভাব।
শুধু টাকার জন্য,
ভালোবাসা হারিয়ে ফেলেছে তার মূল্য।

টাকার জন্য,
ছেলে বিক্রি করে দিয়েছে তার স্বপ্ন,
বিক্রি করে দিয়েছে তার স্বপ্নের দেশ।

টাকার জন্য,
মানুষ হয়ে গেছে পশু,
হারিয়ে ফেলেছে তার মানবিকতা।

টাকার জন্য,
বিশ্ব হয়ে গেছে এক রণক্ষেত্র,
যেখানে মানুষ মানুষের শত্রু।

টাকার জন্য,
মানুষ হারিয়ে ফেলেছে তার সব,
শুধু পেয়েছে এক অন্ধকার জীবন।

শুধু টাকার জন্য – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj