বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৯ টাইম ভিউ

ম্যাচুরিটি শব্দটা না জানা ভালো , তাহলে তুমি অবুজ হয়ে জীবন উপভোগ করতে শিখবে ।হুট করে যা মন চায় তাই করে বসবে তাতে দেখবে রিগ্রেট ফিল হবে না। কিন্তু আফসোস কি জানো যেদিন থেকে তুমি ম্যাচুরিটি ফিল করতে শুরু করবে সেদিন থেকেই নিজেকে সবার কাছ থেকেই আলাদা করে নিবে ।তোমার সমস্তটা অভিমান জায়গা করে নিবে । কারো প্রতি এক বিন্দু অভিযোগ থাকবে না ।

আসলে কি জানো ? ম্যাচুরিটি জিনিসটা একবারে হঠাৎ ফিল করা আসেনা । ক্রমাগত ধাক্কা খাওয়া , বিমুখ হওয়া , কাছের মানুষ গুলোর অচেনা রূপ আর ভালোবাসার অভাব বোধ তোমাকে ম্যাচিউর করে তোলবে ।

ম্যাচিরিটি সহজ অর্থ আমার কাছে , জীবনে ঘটে যাওয়া সব কিছু সহজ ভাবে গ্রহন করা । নিজের মন ভেঙ্গে গেলেও কাউকে বুঝতে না দিয়ে নিজের ভিতরের আবেগ গুলোকে চাপা দেওয়া । অথচ এই যে নিজের ভিতরে এক দিঘী কষ্ট পুষে স্বাভাবিক থাকার প্রাকটিস এটা সহজ নয় ।

এই মুখোশে নিজেকে আড়াল করা এটাই সম্ভবত আমার কাছে ম্যাচুরিটি ।

~মাসুমা ইসলাম নদী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |