বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

মানুষ কেউ কাউকে ছেড়ে যায় না

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৭ টাইম ভিউ
মানুষ কেউ কাউকে ছেড়ে যায় না , ভালোবাসা
কেবল আমাদের ছেড়ে যায় । ইমোশন কে বুকের আড়াই ইঞ্চি গভীরে দাফন করা শিখে যাই আমরা। তারপর হঠাৎ করে বছর পেরিয়ে যায় ।
মনে পড়ে যায় কেউ একজন ছিল ।সুগন্ধি রুমাল যেমন আলমারীর কোনে কেউ যত্নে ভাঁজ করে রাখে তেমনি কোন বিশেষ মানুষটা ও এমন করে যত্নে রাখা থাকে । সেই স্মৃতি বয়ে বেড়ানো যন্ত্রনার না , কেবল ভুলে থাকার চেষ্টা কষ্টের হয় । যখন মনে পড়ে তার কথা গুলো মনে পড়ে গোটা আস্ত সংসার তার সাথে সাজানো কল্পজগতে । সেই সংসারের মায়াটা কোন অজানা কারনে কাটে না । কারন ভালোবাসা ও একদিন ফুরোয় কিন্তু মায়া ফুরায় না ।
একটা মানুষ কতটা ভালোবাসলে তার থেকে দূরে যেতে চায়না তা মনে পড়ে ।প্রতিদিন তার দরজায় কড়াঘাত মনে পড়ে । শেষে মনে পড়ে আমার ভুলে তাকে থাকতে হবে এই বাক্যটা ।
~মাসুমা ইসলাম নদী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |