রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

আমি যাই হয়ে জন্মাই না কেন মানুষ হবো না

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২ টাইম ভিউ
তারপর বহুশতক পরে যদি , আবার দ্বিতীয় বার ফিরিয়া আসি এই পৃথিবীর তটে , আমি সব কিছু হয়ে জন্মাতে চাই , কেবল মাত্র মানুষ হয়ে জন্মাতে চাই না । ভীষণ তরো ভয়ংকর মুখোশে নিজেকে আড়াল করে রাখা , এই মানুষ নামক প্রানী গুলোই একমাত্র প্রানী যার ভিতর ও বাহির নামক দুটো জীবন থাকে । একেকটা একটা ভয়ংকর মিথ্যাচারে ওরা নিজেকে আড়াল করে বাস করে । লোক দেখানো সমাজ বলে ওরা মিথ্যা দিয়ে জীবন অলংকৃত করে ।
আমি যাই হয়ে জন্মাই না কেন মানুষ হবো না ।
~মাসুমা ইসলাম নদী –

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |