দুঃখ ধারন করা মানুষ গুলোর মন নরম কাঁদার মত হয়ে দুঃখ লালন করতে করতে আঘাত ও প্রতিঘাতে তাদের মন হীরার মত শক্ত ও জ্বলজ্বলে হয়ে যায় । তাদের আত্না ও মন জানে মানুষকে কি করে ভালোবাসতে হয় । কারন তাদের জীবনে ভালোবাসার ও কেয়ারের অভাব বোধ তাদেরকে শিখায় ভালোবাসা ও কেয়ারহীন জীবন কতটা বেদনার । নিজের একাকীত্ব নিয়ে তারা সুখী হতে শিখে যায় এক সময় । যখন শিখে যায় একা থাকা , তখন তাকে কোন মানুষ হঠাৎ করে এসে তাকে আর নতুন করে ভেঙ্গে দিতে পারে না ।
~মাসুমা ইসলাম নদী