বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

গ্নোম ৪৫-এর রিলিজ হতে যাচ্ছে সেপ্টেম্বরে, ইনক্লুড থাকতে পারে নতুন দুটি অ্যাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮ টাইম ভিউ

[ad_1]

প্রতি বছর দুটি করে মেজর রিলিজের ধারাবাহিকতায় গ্নোম উইকিতে প্রকাশিত গ্নোমের ডেভেলোপমেন্ট শিডিউল অনুযায়ী পরবর্তী মেজর ভার্সন গ্নোম ৪৫ রিলিজ হতে যাচ্ছে এ বছরের ২০ সেপ্টেম্বরে। এর আগে ১ জুলাই  আলফা ও ৫ আগস্ট বিটা সংস্করণ রিলিজ হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য নতুন ফিচারগুলো নিয়ে এখনই বলা না গেলেও গ্নোম ৪৫ সংস্করণ থেকে নতুন দুটি ডিফল্ট অ্যাপের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বেকার CheeseEye Of GNOME অ্যাপগুলোকে রিপ্লেস করে ক্যামেরা অ্যাপ হিসেবে Snapshot ও ইমেজ ভিউয়ার হিসেবে Loupe দেখা যুক্ত হতে পারে। নতুন এই অ্যাপগুলো দেখতে মডার্ন ও Libadweita ও GTK 4-এর সাথে গ্নোমের বর্তমান লুক এন্ড ফিলের সাথে মানানসই- যদিও এখনও এখানে আরো ডেভেলোপমেন্ট প্রয়োজন।

প্রসঙ্গত, গ্নোম একটি জনপ্রিয় লিনাক্স ডেস্কটপ এনভায়রনমেন্ট- যা উবুন্টু ও ফিডোরার মত টপ নচ ডিস্ট্রোগুলোসহ জনপ্রিয় অনেক লিনাক্স ডিস্ট্রো নিজেদের মেইন ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে প্রদান করে থাকে। গ্নোম ডেস্কটপ ট্রেডিশনাল ওয়ার্কফ্লোর বাইরে একটি ইউনিক এক্সপ্রেরিয়েন্স প্রদান করে থাকে।

গ্নোম ৪৪-এর সাথে ফিডোরা লিনাক্স

সোর্স: OMG! Linux

একটি GR+ BD পরিবেশনা



[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |