তাহিরপুরে নিখোঁজের চারদিন পর ভেসে উঠলো মরদেহ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজের চারদিন পর আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া(৩৫) নামের এক যুবকের মরদেহ ভেসে উঠেছে।

(৩০, আগস্ট) বুধবার সকালে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দনগর গ্রামের উত্তরে গ্রাম সংলগ্ন মাঠে।নিহত আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আব্দু রহমানের ছেলে।উনি একজন পাশু-চিকিৎসক ছিলেন।

জানা যায় গত (২৭, আগস্ট) আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া ও তার বন্ধু শাহ আলম তাহিরপুর সদর বাজারে ছোট একটি ইঞ্জিনচালিত ডিঙি নৌকায় গিয়েছিল,প্রয়োজন শেষে বিকাল বেলা নিজ গ্রাম ছিলানী তাহিরপুরে আসার সময় মাটিয়ান হাওরের বোয়ালমারা নামক স্থানে প্রবল ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয় ওই দুইজন।

এরপর থেকে পুলিশ, ফায়ারসার্ভিস এর ডুবুরি দলসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পর, গতকাল ঘটনাস্থলেই শাহ আলম এর মরদেহ ভেসে উঠে। কিন্তু আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়ার সন্ধ্যান পায়নি সন্ধ্যানকারি দল,আজ সকাল ৬টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আনন্দনগর গ্রাম সংলগ্ন উত্তরে মাটিয়ান হাওরে ভেসে থাকতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে।

এ বিষয়ে ছিলানী তাহিরপুর গ্রামের নিখোঁজ আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়ার বন্ধু জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঃপ্রাঃ প্রধান শিক্ষক হাদিউজ্জামান মিয়া জানান আজ সকালে আনন্দনগর গ্রামের পাশে নিখোঁজ বন্ধু আবুল ফয়েজ এর মরদেহ ভেসে উঠে।

IT Amadersomaj