নওগাঁর আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪9 তম জন্মাষ্টমী তিথি উদযাপন করা হয়েছে। বুধবার (6 সেপ্টম্বর) সকালে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজননীন দূর্গা মন্দির প্রাঙ্গনে উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী( হিন্দু সম্প্রাদয়) এর ব্যানারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তত্বাবধানে আলোচনা সভা ও মঙ্গল সোভা যাত্রা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শোভযাত্রার উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত। উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী অমেরেন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, সাহেবগঞ্জ পালপাড়া সার্বজননীন দূর্গা মন্দির পুরোহীত বকুল চক্রবত্তী, তিলাবাদুরী গ্রামের তুলশি কুমার প্রমূখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের নেতৃর্ত্বে মঙ্গল শোভা যাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজননীন দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়।

IT Amadersomaj