অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না,
যতই হাসিমুখে থাকি,
ভিতরে ভিতরে কাঁদি।

দুঃখের সাগরে ভাসি,
কোনো তীর নেই আমার,
কতই চেষ্টা করি,
কিন্তু পার পাই না।

অভাগীর জীবনে সুখ নেই,
শুধুই দুঃখ আর কষ্ট,
আমার কপালটাই খারাপ,
তাই হয়তো সব হয়।

আমি তো সবাইকে ভালোবাসি,
কিন্তু কেউ ভালোবাসে না,
আমি তো সবার জন্য কিছু করতে চাই,
কিন্তু কেউ আমার পাশে থাকে না।

অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না,
আমার জীবনটা যেন একটা নদী,
যে নদীর দু’ধারেই শুধুই কষ্ট আর দুঃখ।

অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না _ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

IT Amadersomaj