রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

সখীপুরে বিএনপির বাধায় পিছু হটলো কৃষক শ্রমিক জনতা লীগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫ টাইম ভিউ

[ad_1]

নিজস্ব  প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে বিএনপির বাধায় কৃষক শ্রমিক জনতা লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি। মিছিল নিয়ে তালত্বলা চত্বরের দিকে যেতে চাইলে বিএনপি নেতাকর্মীদের বাজার সম্মুখীন হয় কৃষক শ্রমিক জনতা লীগ। পরে পোস্ট অফিসের সামনে বৈপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লিগ মিছিল নিয়ে তালতলা চত্বরে আসার চেষ্টা করে। এদিকে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা আগে থেকেই তালতলা চত্বরে অবস্থান করছিল। লাঠির মাথায় গামছা বেঁধে কৃষক শ্রমিক জনতা লীগের মিছিলটি পোস্ট অফিসের সামনে এলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। ওরে ও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর (শনিবার) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী তার বাসভবনে বর্ধিত সভায় উপজেলা বিএনপির কর্মীদের কটাক্ষ করে বক্তব্যে দিলে তার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি সাজাহান সাজুর অশালীন বক্তব্যের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা আজ (সোমবার) সকালে একটি মিছিল করার চেষ্টা করেছিল।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অলিগলিতে তিনিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |