বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

সুখ …

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮ টাইম ভিউ

মাঝে মাঝে মানুষ হয়ে জন্মানোর কারনে মন খারাপ হয় আমাদের । কিছু মানুষের ভাগ্য এত খারাপ হয় যে ,প্রতিটা আপন জনের সম্পর্কের বিশ্বাসঘাতকা দেখতে দেখতে এক সময় সব সম্পর্ক গুলোকে মনে হয় নাটক ।কিন্তু তারপর ও সিরিয়াল নাটক দেখে দিন শেষে ক্লান্ত হয়ে নিজের একাকীত্বের চাদর টা গায়ে জড়িয়ে রাতে ঘুমাতে যেতে হয় ।

কিচ্ছু করার নেই এই নাটকে দর্শক হয়ে দেখা ছাড়া । কাউকে দোষ দেয়া যাবে না । কারন যারা সম্পর্কের নাটকে রোল মডেল থাকেন তারা জাজমেন্টাল হয় । আপনি কিছু বলতে গেলেই আপনাকে এমন চুলচেরা বিশ্লেষন করে এমন জাজ করবে আপনি উল্টো অপরাধী হবেন ।

তারচেয়ে বরং নিঃচুপ থাকেন। কখন ও তাদের মতামতের দরকার হলে জানতে চাইবেন বাথরুমে একজোড়া সেন্ডেল কিনবো কি ব্র্যান্ড কিনলে ভাল হয় ? কারন তাদের মতামত এ সব বিষয়েই নেওয়া ভাল । তারচেয়ে আপনার জন্য তাহারা ভালো চিন্তা করতে পারবে না ।নিজেকে যেহেতু একাই নিজেকেই টেক কেয়ার করতে হবে তাহলে বরং বিরক্তি না নিয়ে দ্বিগুন উৎসাহে নাটক দেখেন , ব্যাস সম্পর্কগুলোও ভালো থাকুক ।

-মাসুমা ইসলাম নদী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |