পৃথিবীতে সমস্ত কষ্ট গুলো পুষে রাখতে রাখতে এক সময় আপনি জেনে যাবেন ,কিছুই আপনাকে আর কষ্ট দিতে পারবে না । কোন হতাশা আপনাকে ছুঁয়ে যেতে পারবে না । কোন এক্সপেকটেশন থেকে কোন হতাশা তৈরী করবে না ।
মানুষ গুলো ঠকে শিখে , মানুষ কষ্ট পেতে পেতে শূন্যতায় নিজেকে পূর্ন করে নেয় । কাঁদতে কাঁদতে এক সময় কান্না থেমে যায় । দিনশেষে রিয়েলাইজ করে আমার কাউকে দরকার নেই ।
এই সত্যটা যখন আপনি অনুভব করতে শিখবেন , তখন আর পৃথিবীর সমস্ত প্রয়োজন আর আপনার চাহিদা সৃষ্টি করবে না ।
দিনশেষে তখন আপনি একান্ত আপনার , আপনি তখন নিজেকে নিয়ে সুখী হতে পারবেন . নিজেকে ভালোবাসতে শিখবেন ।
~মাসুমা ইসলাম নদী-