বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

মেয়েটি তোমাকে ভালোবাসে

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৮ টাইম ভিউ

অভিমানে গাল ফুলিয়ে , তোমাকে মনে করে যে মেয়েটা ইগো ভুলে তোমাকে নক দেয় ,সে মেয়েটা তোমাকে পছন্দ করে ।

কথায় কথায় ছাইড়া যাওয়া স্বভাবে সে সব কিছুই ছেড়ে দেয় , কিন্তু তোমাকে সে ছেড়ে যায়না তার মানে সে মেয়েটা তোমাকে তার প্রিয় জায়গাটায় তোমাকে ধরে রেখেছে ।

হাজারো অপশন থাকার পরও যে মেয়েটা তোমাকেই বেছে নিয়েছে সে তার জীবনে তার মানে অবশ্যই তুমি ইম্প্রোটেন্ট কেউ ।

এই যে মেয়েরা আত্নঅভিমানী , অর্ন্তমূখী , সহ্যশীল , রাগী , সেনসেটিভ এই কিছুর পরও তোমাকে তার ইগো বাদ দিয়ে যদি ভালোই বাসে তবে , তাকে কষ্ট দেওয়ার কোন অধিকার ছেলে তোমার নাই ।

~মাসুমা ইসলাম নদী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |