যদি চলে যাই ঐ নক্ষত্রের দূর আলোকে ,
এই কুয়াশার উৎসবে পরে থাকে বেদনা ।
তোমারে তোমারে করে কেউ একজন ছিল
যেনো তুমিহীন অপেক্ষা গুলো ঝড়ে ছিলো
ব্যাথিত চোখের জল টলোমলো তার দৃষ্টি ।
তোমার জন্য অপেক্ষায় কেউ একজন ছিল ,
আবার দেখা হবে ভেবে সে সন্ধ্যা আগলে
রেখেছিল পথের মাঝে , যেখানে জোনাক জ্বলা
পথ সব ছিল কেবল তুমি ছিলেনা ॥