আবার দেখা হবে আমাদের ,
সেদিন আমি কোন বড় ব্যাগেজ হয়ে আসবো না ,
আমাকে লুকাতে তোমার রাস্তা , ঘাট বন পেড়িয়ে মাঠ খোঁজতে হবে না ।
আমাদের আবার দেখা হবে কোন এক স্বাধীন সন্ধ্যায় ,
আমার শহরে পানশালার কোন ভীড়ে মাতালের স্বপ্নের ঘোর লাগা চোখের নেশার মত করে তুমি আসবে ।
আমি নিরুউত্তাপ প্রেমের ছোয়ায় সমান্য পেথেডিন চাই , স্বপ্নের ঘুম আমি ঘুমাতে চাই ।
তোমার সাথে আমার আবার দেখা হবে ,
কোন স্বাধীন সকালে , যেখানে রোদ পৌছে যায় শহরের গলি জুড়ে॥
আমি তোমার হাতে হাত রেখে শিখাবো
কি করে হাত জড়াতে হয় , আমি শিখাবো কি করে ডুব সাঁতারে পার হতে হয় দামাল উন্মাদনায় ।
আমাদের দেখা হয়ে সোনালী কফির চুমুক তুলে , এক স্বাধীন আকাশ তলে ॥
আমাদের দেখা হবে
~মাসুমা ইসলাম নদী