ঈদ এলে কিছু মানুষের
হৃদয় জুড়ে কষ্ট নামে,
সবার পরনে নতুন পোশাক দেখে
নীরবে তাদের অশ্রু ঝরে।
তাদের ও যে ইচ্ছে জাগে
পড়বে নামাজ সবার সাথে,
এদিক – ওদিক ঘুরে বেড়াবে
ঈদের এ’ কটা দিন নতুন পোশাকে।
সমাজের আজ অবহেলায়
ইচ্ছেটা যে তাদের ইচ্ছেই রয়ে যায়,
আজ বলছি, তাদের কথা
পথশিশু রয়েছে যারা।
সৃষ্টিকর্তার কৃপা হলে
ইচ্ছে’টা তাদের একদিন পূর্ণ হবে।
আজও আনন্দে মাতবে তারায়
যদি আপনার – আমার,
একটু সহযোগিতা পায়।